ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘সরকার গণতন্ত্রকে হত্যা করেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
‘সরকার গণতন্ত্রকে হত্যা করেছে’

ঢাকা: জুমার নামাজের পর থেকেই গণমিছিল শুরুর স্থানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় গণমিছিলস্থল বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে সরব হয়ে উঠে।

 বিএনপির নেতারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বলেন, সরকার গণতন্ত্রকে হত্যা করেছে।

যুগপৎ আন্দোলনের এক দফা দাবি আদায়ের গণমিছিল কর্মসূচি পালন করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে কমলাপুর টিটি পাড়া স্টেডিয়ামে জড়ো হচ্ছেন। এ সময় টিটি পাড়া এলাকা বিশাল জনসমাগম তৈরি হয়।

টিটি পাড়া থেকে যাত্রা শুরু করে গণমিছিলটি রাজধানীর মালিবাগ রেলগেটে গিয়ে শেষ হবে।

শুক্রবার (১১ আগস্ট) জুমার পর থেকে বৃষ্টি উপেক্ষা করে দক্ষিণ বিএনপির কেন্দ্রীয় নেতাদের ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নিচ্ছেন। মিছিলে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা, মহানগর দক্ষিণ বিএনপির নেতারা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

মিছিলের পূর্বে দক্ষিণ বিএনপির নেতারা বলেন, তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় তারা অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দক্ষিণের এ গণমিছিলের সমন্বয় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আযম খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, অ্যাডভোকেট ফজলুর রহমান, মঈনুল ইসলাম খান শান্ত, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুন অর রশিদ, বিশেষ দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
ইএসএস/এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।