ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বাড্ডা থেকে বিএনপির গণমিছিল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
বাড্ডা থেকে বিএনপির গণমিছিল শুরু ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সুবাস্তু টাওয়ার থেকে গণমিছিল শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে শুরু হওয়া গণমিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান সভাপতিত্ব করছেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে আরও উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম।

এরআগে, বৃষ্টি উপেক্ষা করে সরকার পতনের একদফা দাবিতে ঘোষিত গণমিছিলে অংশ নিতে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ার এলাকায় জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা।  

বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে ঢাকা উত্তর বিএনপি। এছাড়া একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।

আরও পড়ুন: কমলাপুর থেকে দক্ষিণ বিএনপির গণমিছিলের যাত্রা শুরু
                    বৃষ্টি মাথায় জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।