ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় সিপিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় সিপিবি

ফরিদপুর: নির্দলীয়-নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন চায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ দাবিতে একটি মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। এছাড়া তারা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ফরিদপুর জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য কানাই গাঙ্গুলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন, জেলা শাখার সাধারণ সম্পাদক অরুন শীল, সিপিবি ফরিদপুর জেলা কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য বেলায়েত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবির জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, অজিত বিশ্বাসসহ দলটির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।