ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আপনারা যেটি চান, সেটি হবে না: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
আপনারা যেটি চান, সেটি হবে না: ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনারা যেটি চান, সেটি হবে না। এ অবস্থায় বিএনপি ইচ্ছা হলে নির্বাচনে আসবে, না হলে যা খুশি তাই করবে ৷

শনিবার (১২ আগস্ট) স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয় ৷

আলোচনা সভায় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার হবে না, শেখ হাসিনা পদত্যাগ করবেন না, সংসদ বিলুপ্ত হবে না।

ইচ্ছা হলে নির্বাচনে আসবেন, তাহলে না হলে যা খুশি তাই করবেন। তবে আগুন নিয়ে আসবেন না, আগুন নিয়ে আসলে প্রতিরোধ করা হবে, সমুচিত জবাব দেওয়া হবে। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে৷।

ওবায়দুল কাদের বলেন, আজকে মির্জা আব্বাস বলেন সংবিধান আমরা মানি না। কেন মানেন না, এটির মধ্যে কি কাঁটা আছে? এটা নাকি কাটাছেঁড়া করেছি, কাটাছেঁড়া আমরা করিনি, কাটাছেঁড়া করেছে সেনাপতিরা। প্রথম করেছে জিয়াউর রহমান। হবে না, তত্তাবধায়ক হবে না, প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না, সংসদ ভাঙবে না, স্বাধীন এ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, পছন্দ হলে নির্বাচনে আসুন না হলে যা ইচ্ছা করুন।

বিএনপিকে আজীবন বিরোধী দলে থাকতে হবে জানিয়ে তিনি বলেন, আর বিএনপির মির্জা ফখরুলের লাফালাফি। লাফালাফি, এ বুঝি গেল শেখ হাসিনার গদি, গদি গেল, ফখরুল ইসলাম, নেতিবাচক বিদ্বেষমূলক রাজনীতির কারণে আজীবন আপনাদের বিরোধী দল থাকতে হবে। আজীবন বিরোধী দলের খাতায় নামটা লিখে রাখুন। জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, জিয়াউর রহমান ৩ নভেম্বরের জেলহত্যার মাস্টারমাইন্ড, জিয়াউর রহমান পুত্র ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড।

তিনি আরও বলেন, বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেছে জিয়াউর রহমান। বাংলাদেশে এরাই জঙ্গিবাদ সাম্প্রাদায়িক শক্তিকে আশ্রয়প্রশ্রয় দিয়ে পাকিস্তান বানানোর চেষ্টা করছে। বাংলাদেশকে নতুন করে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে। ওরা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজলুর রহমান বাবু।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এসকে/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।