ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

যুবদল সভাপতি টুকুর মা মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
যুবদল সভাপতি টুকুর মা মারা গেছেন যুবদল সভাপতি টুকুর মা সালমা খাতুন (বামে)

ঢাকা: যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মা মোসাম্মাত সালমা খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

টুকুর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মোখলেস জানিয়েছেন, শনিবার (১২ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর বাড্ডায় এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত ২ আগস্ট ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আইসিউতে নেওয়া হয়।

রোববার (১৩ আগস্ট) জোহরের নামাজের পর নিজ বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানেই তার দাফন হওয়ার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি ৮ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ১৯৩৯ সালের ১০ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।