ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগের আমলে কেউ না খেয়ে থাকবে না: বীর বাহাদুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
আ.লীগের আমলে কেউ না খেয়ে থাকবে না: বীর বাহাদুর

বান্দরবান: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব ও দুস্থদের পাশে রয়েছে এবং আগামীতে ও থাকবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সম্প্রতি বান্দরবানে প্রলয়ংকরী বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখা এ অনুষ্ঠানের র আয়োজন করে।  

এ সময় পার্বত্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বান্দরবানে যে ভয়াবহ বন্যা হয়েছে, যার ফলে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর প্রধানমন্ত্রী আমাদের দুঃখের সংবাদ পেয়ে পাশে দাঁড়িয়েছেন আর আপনাদের জন্য ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছে দিচ্ছেন।  

মন্ত্রী বলেন, এই সরকার জনবান্ধব সরকার। আর এই সরকার যে পরিমাণে গরিব ও অসহায়দের সেবা ও সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে, তা অন্য কেউ আর করেনি।

অনুষ্ঠান শেষে পৌরসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।  

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামশুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।