ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে জাতীয় শোক দিবসে আ. লীগের আলোচনা সভায় জনসমুদ্র 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
রূপগঞ্জে জাতীয় শোক দিবসে আ. লীগের আলোচনা সভায় জনসমুদ্র  সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম

নারায়ণগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনতার ঢল নামে।  

মঙ্গলবার উপজেলার পূর্বাচলের বাণিজ্য মেলা প্রাঙ্গণে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রের সৃষ্টি হয়।

এদিন সকাল ৯টা থেকেই উপজেলার ভুলতা, রূপগঞ্জ, গোলাকান্দাইল, মুড়াপাড়া, ভোলাব, দাউদপুর, কায়েতপাড়া ইউনিয়ন, কাঞ্চন ও তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন। মোটরসাইকেল, লেগুনা, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বহর নিয়েও নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা যায়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান ভূঁইয়া।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের রাজনৈতিক মুখপাত্র শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদের তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান। প্র

ধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই দেশ অনেক আগেই বিশ্বে উন্নত দেশে পরিণত হতো।

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। ’

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।