ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র-জনতার ওপর রাষ্ট্রের সমস্ত শক্তি ব্যবহার করা হয়: শিবির সভাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
ছাত্র-জনতার ওপর রাষ্ট্রের সমস্ত শক্তি ব্যবহার করা হয়: শিবির সভাপতি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম

টাঙ্গাইল: জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর রাষ্ট্রের সমস্ত শক্তি ও অস্ত্রের ব্যবহার করা হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম।

তিনি বলেছেন, চব্বিশের আন্দোলনে দুই হাজারের মতো ছাত্র-জনতা শহীদ হয়েছেন।

হাজার হাজার মানুষ আহত হয়েছেন। যার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। ছাত্র-জনতার ওপর অস্ত্র ব্যবহার করা হয়েছে রাষ্ট্রের সমস্ত শক্তি দিয়ে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্রশিবিরের নবীন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, আমাদের স্বপ্ন হলো নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। আমাদের স্বপ্ন হলো ফ্যাসিবাদ ও দাসত্যের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না, মানুষ স্বাধীনভাবে তার মতটাকে এবং জীবনটাকে গড়ে তুলবে—এরকম একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি।

১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত যারা জাতীয় নেতৃত্ব দিয়েছেন, তারা বেশিরভাগই নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন তারা জাতির সামগ্রিক উন্নয়নের পেছনে খুব একটা ভূমিকা পালন করেননি। জাতি পিছিয়ে রয়েছে, সেটা নিয়ে তারা কাজ করেননি। আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে সচেতন হই।

শিবির সভাপতি বলেন, গত কয়েক দিনের ঘটনা—চট্টগ্রামের ইসকন কিংবা ঢাকায় ছাত্রদের দু’পক্ষ বানিয়ে তাদের রাজপথে নামিয়ে যুদ্ধবিগ্রহ সৃষ্টি করে দেওয়া—এটি হলো আধিপত্যবাদীদের সৃষ্টি। আমরা আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তত রাখতে চাই। আমাদের বড় চ্যালেঞ্জ হল রাজনৈতিক সংকট। জাতীর সামগ্রিক উন্নতির জন্য রাজনৈতিক যে সংকট তৈরি করা হচ্ছে এটি হল আধিপত্যবাদীদের সৃষ্টি।

ছাত্রশিবিরের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, ছাত্রশিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।