ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পুলিশের অনুমতি ছাড়াই সিলেটে সাঈদীর গায়েবানা জানাজা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
পুলিশের অনুমতি ছাড়াই সিলেটে সাঈদীর গায়েবানা জানাজা

সিলেট: যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) যোহরের নামাজের পর সিলেট আলিয়া মাদরাসা ময়দানে এ গায়েবানা জানাজার আয়োজন করতে চেয়েছিল জামায়াত।

তবে পুলিশের অনমুতি না পাওয়ায় শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে যান জামায়াত নেতারা। কিন্তু বাদ জোহর কয়েক শত মুসল্লিকে আলিয়া মাঠে জড়ো হয়ে গায়েবানা জানাজার নামাজ সম্পন্ন করতে দেখা গেছে। জানাজা শেষে মিছিল আকারে আলিয়া মাদরাসা মাঠ ছাড়েন মুসল্লিরা।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ গণমাধ্যমকে জানান, জামায়াত গায়েবানা জানাজার বিষয়টি পুলিশকে অবগত করেনি। অবগত করলেও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কায় জানাজার অনুমতি দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এনইউ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।