ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ মানুষের কল্যাণে রাজনীতি করে: আসাদুজ্জামান নূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
আ.লীগ মানুষের কল্যাণে রাজনীতি করে: আসাদুজ্জামান নূর

নীলফামারী: নীলফামারী-২ আসনের সংসদ সদস্য, সাবেক সংস্কৃতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনও তৎপর রয়েছে। আগামী নির্বাচন ঘিরে তারা নানা ষড়যন্ত্র করছে।

এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের চেক ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান দেওয়াকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

আসাদুজ্জামান নূর বলেন, মানুষ বিপদে পড়লে একমাত্র আওয়ামী লীগের কর্মীরাই পাশে দাঁড়ায়। অন্য কোনো দলের নেতাকর্মীদের চোখে পড়ে না। কারণ আওয়ামী লীগ মানুষের কল্যাণে রাজনীতি করে।  

নীলফামারী জেলা শহরের শহীদ আলী হোসেন সড়কস্থ সংসদ সদস্যের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।