ঢাকা: ক্ষমতাসীন সরকারকে মরা লাশ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
শুক্রবার (১৮ আগস্ট) দমন, নিপীড়ন, গ্রেপ্তার, রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদ ও অবৈধ সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে আয়োজিত এক গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে রব বলেন, গণঅভ্যুত্থান হয়ে গেছে। সারা দেশের মানুষ এই সরকারকে আর চায় না। ভয়-ভীতি দেখিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। দশদিন চোরের, একদিন গৃহস্থের। আসুন এই সরকারের মরা লাশ দাফন করে ফেলি। দরকার হলে আমরা জীবন দেব। বাকি জীবন আর বাঁচার দরকার নেই৷ তাও এই দেশের গরিব মানুষকে রক্ষা করি।
শেখ হাসিনাকে উদ্দেশ করে জেএসডি সভাপতি বলেন, আপনাকে (শেখ হাসিনা) তো যেতেই হবে৷ কবে যাবেন সেটা আমাকে বলে দেন, আমি সবাইকে বলে দেব। বেশি সময় সেই আর। আগামী মাসের মধ্যে যেতেই হবে। তার আগেও যেতে পারেন, আজকে রাতেও যেতে পারেন। আল্লাহর মাইর শেষ মাইর। এর হাত থেকে রক্ষা পাবেন না আপনি।
এই সরকার আজকে নীতি-নৈতিকতা, শিষ্টাচার ভুলে গেছে। আপনি (শেখ হাসিনা) চলে যাবেন তাতে কোনো ক্ষতি নেই। সরকার আসবে-যাবে। কিন্তু দেশের কী হবে? জনগণের কী হবে? ১৮ কোটি মানুষের কী হবে জবাব দিয়ে যান। আপনি পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আমাদের (বাংলাদেশ) শত্রুতা ও যুদ্ধ বাধানোর একটি ব্যবস্থা করে গেছেন।
সরকার কূটনৈতিক শিষ্টাচার ভুলে গেছে মন্তব্য করে আ স ম রব আরও বলেন, সরকার অদক্ষতা ও অপরিপক্বতার কারণে কূটনৈতিকসুলভ বক্তব্য দিতে ভুলে গেছে। আন্তর্জাতিক রীতি-নীতি সব ভুলে গেছে।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।
সমাবেশ শেষে তারা গণমিছিল করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হয়ে পল্টন, বিজয়নগর পানির ট্যাংকি হয়ে কাকরাইল গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসসি/এমজে