ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সরকার পতনের দাবিতে এলডিপির মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
সরকার পতনের দাবিতে এলডিপির মিছিল ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কর্নেল (অব:) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার রেললাইন সংলগ্ন এলডিপি কার্যালয় থেকে সাতরাস্তা মোড় হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সরণীতে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়েছে।

কর্নেল অলি বলেন, এই ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা একদফা দাবিতে মাঠে থাকব।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, নিয়ামুল রশিদ, আওরঙ্গজেব বিলাল, এসএম মোর্শেদ, অধ্যক্ষ সাকলাইন, সহ-সভাপতি মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবর রহমান, অধ্যাপিকা লারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আবুল হাশেম।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এনবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।