ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি নেতা নিহত: তাড়াইলে সম্মেলন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩২, জানুয়ারি ১২, ২০২৫
বিএনপি নেতা নিহত: তাড়াইলে সম্মেলন স্থগিত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির নেতা আবুল হাছান রতন নিহতের ঘটনায় উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের নির্দেশক্রমে আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠেয় তাড়াইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে জেলার তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাছান রতন নিহত হন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।