ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মিছিলে-স্লোগানে তোমাদের পতনে বাধ্য করবো: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
মিছিলে-স্লোগানে তোমাদের পতনে বাধ্য করবো: মান্না

ঢাকা: মিছিলে-স্লোগানে তোমাদের (সরকার) পতনে বাধ্য করা হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (১৮ আগস্ট) দমন, নিপীড়ন, গ্রেপ্তার, রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদ ও অবৈধ সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে আয়োজিত এক গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করে ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ।

মান্না বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারকে অনুরোধ করেছে আরেকবার শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে। ভারত বলে দিয়েছে, আমরা এবার বাংলাদেশের নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবো না। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ভারত যাওয়ার পর ভারতীয়রা জিজ্ঞেস করেছে, আপনাদের সঙ্গে চীনের সম্পর্ক আমাদের বোঝা দরকার। আব্দুর রাজ্জাকরা জবাব দিয়েছে, যে সম্পর্কই চীনের সঙ্গে রাখি, আপনাদের (ভারত) দোস্তি আমরা ছাড়বো না। আপনাদের সঙ্গে আমাদের জানে জান সম্পর্ক।

তিনি বলেন, এর আগে তিন বামপন্থী নেতাকে সরকার চীনে পাঠিয়েছিল। তারা গিয়ে বলেছে, শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা থাকা দরকার। আরে দুনিয়ার কাছে ভিক্ষা করে বেড়াও তোমরা, আর আমাদের কথা বল? আমরা তো রাজপথে আছি। একটু পরে মিছিল করব। সারা ঢাকায় মিছিল হচ্ছে। মিছিলে-আন্দোলনে-স্লোগানে তোমাদের (সরকার) পতনে বাধ্য করবো আমরা।

মান্না বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেও মানুষ এখন তার কথার বেল দেয় না। তিনি যাই বলুক, মানুষ মনে করে বলেতেছে ক্ষমতায় থাকতে চায় তাই। কিন্তু ঘটনা একটি হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) এক এক করে দেশের সব পিলারগুলো ভেঙে দিচ্ছেন।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

সমাবেশ শেষে তারা গণমিছিল করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর পানির ট্যাংকি হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।