ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন সংবিধান মোতাবেকই হবে: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
নির্বাচন সংবিধান মোতাবেকই হবে: মেনন

বরিশাল: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন সংবিধান মোতাবেকই হবে। এক্ষেত্রে কোনো বিশেষ দল বা রাষ্ট্রের এজেন্ডা অনুসারে সরকার পরিবর্তন হবে না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের পতন ঘটিয়ে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তা এদেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রিক মানুষ যেকোনো মূল্যে প্রতিহত করবে। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীকে এ ব্যাপারে রাজপথে থেকেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির (এনেক্স ভবন) মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ব্যবসায়ীদের সিন্ডিকেটে একতরফাভাবে বাজার নিয়ন্ত্রণ করে মানুষের দুর্দশার শেষ সীমায় পৌঁছে দিয়েছে। সরকারকে অবশ্যই এ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে।

এছাড়া আগামী নির্বাচনে বরিশালের বাবুগঞ্জ-মুলাদী ও বানারীপাড়া-উজিরপুরের পার্টিকে সাংগঠনিকভাবে সুদৃঢ় করার নির্দেশ দেন মেনন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতানের সঞ্চালনায় বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলার সভাপতি নজরুল হক নীলু।

বক্তব্য দেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হল ফিরোজ, বাবুগঞ্জ উপজেলার সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, উজিরপুর উপজেলার সভাপতি ফায়জুল হক বালি ফারাহিন, মুলাদি উপজেলার সভাপতি গফুর মোল্লা প্রমুখ।

বর্ধিত সভা শেষে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।