ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচন ভণ্ডুল করতে চাইলে পরিণতি ভয়াবহ হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
‘নির্বাচন ভণ্ডুল করতে চাইলে পরিণতি ভয়াবহ হবে’

ঢাকা: আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে, এই নির্বাচন যদি কেউ ভণ্ডুল করতে চায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

একুশ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সোমবার (২১ আগস্ট) দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনাকে মোকাবিলা করার শক্তি বিএনপির নাই। কাজেই আগুন নিয়ে খেলবেন না। ওই হাত পুড়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী নির্বাচন পার্টিসিপেটরি নির্বাচন হবে। আমরা ২০৪১ সালে উন্নত ও মানসম্মত বাংলাদেশ দেখতে চাই। আজিজ মার্কা, লতিফুর রহমান, সাঈদ, সাহাবুদ্দিনরা নির্বাচন কমিশনকে ক্ষতবিক্ষত করেছিল। আমরা সে ধরনের নির্বাচন চাই না। আগামী নির্বাচন যদি কেউ ভণ্ডুল করতে চায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে দেশ খুনিদের হাতে চলে গিয়েছিল। শেখ হাসিনার ওপর আক্রমণ করা হয়েছিল। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আওয়ামী লীগের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ।

সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।