ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেট-৩ আসনে নৌকার মাঝি হতে চান প্রবাসী মনির হোসাইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
সিলেট-৩ আসনে নৌকার মাঝি হতে চান প্রবাসী মনির হোসাইন

সিলেট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন চান যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মুহাম্মদ মনির হোসাইন।

তিনি নৌকার মাঝি হয়ে সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মাহমুদ-উস-সামাদ চৌধুরীর রেখে যাওয়া স্বপ্ন ও অসমাপ্ত উন্নয়নকাজগুলো বাস্তবায়ন করতে চান।

এ লক্ষ্যে তিনি সিলেট-৩ আসনের অন্তর্গত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

সোমবার (২১ আগস্ট) দুপুরে ফেঞ্চুগঞ্জ যুবসংঘ ক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের প্রত্যাশার কথা জানান মনির হোসাইন।

লিখিত বক্তব্যের শুরুতে তিনি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের স্মরণ করেন। পাশাপাশি সিলেট-৩ আসনের দুবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসকেও স্মরণ করেন।  

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ঝাজর গ্রামের কৃতি সন্তান মনির হোসাইন বলেন, দেশে শিক্ষাজীবন শেষে উচ্চশিক্ষার জন্য তিনি বিলেতে পাড়ি জমালেও মন পড়েছিল জন্মমাটিতে। প্রবাসের কঠিন ও ব্যস্ততম সময় পার করলেও মানুষের সেবা করার তাড়না ছিল প্রতিনিয়ত। বিদেশে থেকেও নিয়মিতই নিজ উপজেলা দক্ষিণ সুরমার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন নানাভাবে।

শিক্ষাজীবন থেকেই সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও হাতে গড়া সংগঠন ছাত্রলীগের রাজনীতি এবং ছাত্র উন্নয়নমূলক কয়েকটি সংগঠনের সঙ্গে তিনি জড়িত। ছাত্রত্বকালে সিলেটে আইয়ুববিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৭৭-৭৮ সালে সিলেট মদন মোহন কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়ে কলেজের মসজিদ নির্মাণে অবদান রাখেন। ১৯৮১ সালে সিলেট ল’ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে কলেজের স্থায়ী নিজস্ব ভূমির জন্য লিখিত জানালে তৎকালীন রাষ্ট্রপতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।

মনির হোসাইন বলেন, বিদেশে অবস্থান করেও দেশের জন্য, আমার জন্মভূমি সিলেটের উন্নয়নের জন্য নানা প্রেক্ষাপট ও প্ল্যাটফর্মে অবিরাম কাজ করে গেছি। এক পর্যায়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক নির্বাচিত হই। পরে আওয়ামী লীগের সভানেত্রী কর্তৃক ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করলে এ কমিটিতে তাকেও সদস্য করা হয়। বর্তমানে তিনি সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্যের দায়িত্ব পালন করছেন।

নিজেকে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী দাবি করে মনির হোসাইন বলেন, যুক্তরাজ্য ও সিলেটে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দেশ-বিদেশের বেশ কয়েকটি শিক্ষাক্ষেত্র ও সামাজিক সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে মানবসেবায় নিয়োজিত রয়েছেন। এছাড়া সিলেট-৩ নির্বাচনী এলাকার আর্থসামাজিক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদার উন্নয়নে কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফ্রি চক্ষু শিবির, গৃহনির্মাণ, বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের অর্থসহায়তা করে যাচ্ছেন বলেও জানান তিনি।

এসব রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম বিবেচনায় মনির হোসাইন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান মনির হোসাইন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে এ আসনে নৌকার প্রার্থী হিসেবে বিবেচনা করবেন আশাবাদ তিনি।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।