ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

ঢাকা: ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ তার সঙ্গে রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘাড়ে ও পায়ে ব্যথাসহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাই নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। তবে কবে ফিরবেন এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তার সঙ্গে পরিবারের সদস্যরা আছেন। তার স্ত্রীও চিকিৎসা করাবেন।  

৭৬ বছর বয়সী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। এবার তার ফলোআপ চিকিৎসা করানোর কথা রয়েছে।

তার স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসার জন্য অ্যাপয়েনমেন্ট নিয়েছেন বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।