ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সরকারের পদত্যাগ দাবিতে সিপিবির পদযাত্রা শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
সরকারের পদত্যাগ দাবিতে সিপিবির পদযাত্রা শুক্রবার

ঢাকা: সরকারের পদত্যাগের দাবিতে শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ কমিটির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।  

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে এ কথা জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি-লুটপাট-অর্থপাচার-বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, পদযাত্রাটি পল্টন মোড় থেকে গুলিস্তান হয়ে নবাবপুর গিয়ে শেষ হবে। পদযাত্রা পূর্ব ও সমাপনী সমাবেশে সিপিবির জাতীয় নেতারা বক্তব্য দেবেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।