ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করে নৌকায় ভোট দেওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করে নৌকায় ভোট দেওয়ার আহ্বান

খাগড়াছড়ি: জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে রামগড় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মো. মাইন উদ্দিন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র মো. রফিকুল আলম কামালসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে নৌকা মার্কায় ভোট দিয়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।