ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করে কালো পতাকা মিছিলে উত্তর বিএনপির নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
বৃষ্টি উপেক্ষা করে কালো পতাকা মিছিলে উত্তর বিএনপির নেতাকর্মীরা

ঢাকা: বৃষ্টি উপেক্ষা করে উত্তর বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিলে অংশ নিয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর শ্যামলী স্কয়ারের আশপাশের এলাকায় জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

এ সময় বৃষ্টি শুরু হলে নেতাকর্মীরা রাস্তার দুই পাশে অবস্থান নেন। অনেককে আবার রাস্তায় ফেস্টুন হাতে নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মিছিলে বিএনপির ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

এ সময় আঈনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।  

উত্তর বিএনপির কালো পতাকা মিছিলটি শ্যামলী রিং রোড থেকে শুরু হয়ে শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।  

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

মিছিলের সমন্বয়ের দায়িত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।  

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, মেজল (অব.) কামরুল ইসলাম, হেলালুজ্জামান তালুকদার লালু, আতাউর রহমান ঢালী, এস এম জহুরুল ইসলাম শাহজাহাদা মিয়া, ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার, হাবিব উন-নবী খান সোহেল, হারুন অর রশিদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।  


বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
ইএসএস/এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।