ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ সরকার বন্ধুহীন হয়ে পড়েছে: সমমনা জোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
আ.লীগ সরকার বন্ধুহীন হয়ে পড়েছে: সমমনা জোট

ঢাকা: আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক বিশ্বে বন্ধুহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি দাবি করেন, শেখ হাসিনা সরকারের বিদেশে কোনো বন্ধু নেই।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত কেউ আর এ সরকারের সঙ্গে নেই। ভারত স্পষ্ট বলে দিয়েছে, তারা বাংলাদেশে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সুতরাং চীনের সঙ্গে যতই মাখামাখি করা হোক না কেন, চীন এ সরকারকে রক্ষা করতে পারবে না।  

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে কালো পতাকা গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ফরহাদ।  

জাতীয়তাবাদী সমমনা জোটের এ সমন্বয়ক বলেন, আওয়ামী লীগ সরকার আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু জনগণ জেগে উঠেছে, তারা আর এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না। সুতরাং এ সরকারকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে।  

ফরহাদ বলেন, যতক্ষণ পর্যন্ত না সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। জাতীয়তাবাদী সমননা জোট দাবি আদায় ছাড়া রাজপথ ছাড়বে না।  
তিনি বলেন, এ সরকার দেশকে লুটপাটের রাজ্যে পরিণত করেছে। শেখ হাসিনা সরকারের আমলে দেশ থেকে ১৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আগামীতে এসব ঘটনার বিচার হবে।  

একদফার আন্দোলন প্রসঙ্গে ফরহাদ বলেন, সামনে এমন আন্দোলন হবে শেখ হাসিনার গদি ও মন্ত্রিসভার গদি নড়ে যাবে। যত চেষ্টাই করুক, তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।  

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন- জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের ভাইস চেয়ারম্যান শাহ আলম, এনপিপির ভাইস চেয়ারম্যান মো. ফখরুজ্জামান প্রমুখ।

জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেন, আজ গণতন্ত্র ধ্বংস করে বিএনপিসহ বিরোধীদলের লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। কিন্তু হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন করে লাভ হবে না। এ সরকারকে যেতেই হবে। কারণ এদের পতনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে আগামীতে আর কোনো নির্বাচন হবে না বলে দাবি করেন তিনি।  

সমাবেশ শেষে ড. ফরহাদের নেতৃত্বে কালো পতাকা সহকারে গণমিছিল শুরু হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড়, বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে ফকিরাপুল মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।