ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

উন্নয়ন করলেই জনসমর্থন পাওয়ার আশা করবেন না: জাকের পার্টির চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
উন্নয়ন করলেই জনসমর্থন পাওয়ার আশা করবেন না: জাকের পার্টির চেয়ারম্যান জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী

ঢাকা: জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী বলেছেন, উন্নয়ন করলেই দেশের মানুষের সমর্থন পাবেন, এটা আশা করবেন না।

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

মোস্তফা আমীর বলেন, মানুষ এখন ভয়ে-ভয়ে কথা বলে। টকশোতে, প্রকাশ্যে কিংবা হাটে-বাজারে সব জায়গায় মানুষ ভয়ে-ভয়ে কথা বলে। কথা বললেই মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এজন্য জনগণ সন্তুষ্ট নয়৷ জনগণ বাক স্বাধীনতা চায়। তারপর তার গণতান্ত্রিক অধিকার চায়৷ শান্তিপূর্ণভাবে যার যার ভোট দিতে চায়। তারপরে উন্নয়ন চায়৷ অতএব, উন্নয়ন করলেই আপনি বা আপনারা যারা রাজনীতি করেন, দেশের মানুষের সমর্থন পাবেন, এটা কিন্তু আশা করবেন না।

তিনি বলেন, দেশের মধ্যে দুর্যোগের ঘনঘটা। কালো মেঘ ধেয়ে আসছে। দেশি-বিদেশি চক্রের লোভ অব্যাহত আছে। এবং সেই চক্রান্তের সঙ্গে এই দেশের সব রাজনৈতিক দলই জড়িত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে বাংলাদেশে একটি নির্বাচনও নিরপেক্ষ হয় নাই। প্রশাসনকে ব্যবহার করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বাচন করা হয়েছে। ফলাফল পক্ষে নিয়ে গেছে৷ আমরা এ ধরনের নির্বাচন দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে গণতন্ত্র চাই৷ আমরা চাই গণতান্ত্রিক অধিকার, মুক্তচিন্তার স্বাধীনতা, প্রাণ খুলে কথা বলার অধিকার।

তিনি আরও বলেন, উন্নয়ন এক জিনিস, আর গণতন্ত্র আরেক জিনিস। পৃথিবীর বহু ডিক্টেটর উন্নয়ন করেছে, বহু স্বৈরাচার উন্নয়ন করেছে। সারা জগতের দিকে যদি তাকান, ইরাকে সাদ্দাম হোসেন, লিবিয়ায় গাদ্দাফি তারা কি উন্নয়ন করে নাই? কিন্তু, জনগণের সমর্থন তারা পায় নাই। পাকিস্তানের আইয়ুব খান। তদানীন্তন সময়ে উন্নয়ন কি করে নাই? জনসমর্থন পায় নাই।

এরআগে, কাউন্সিলে মোস্তফা আমীর ফয়সল জাকের পার্টির চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হন। কাউন্সিলে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সলসহ কেন্দ্রীয় নেতারা ও বিভিন্ন স্তরের হাজারও নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এমকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।