ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রী বিদেশিদের কাছে বিচার দেন, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। চীনের প্রেসিডেন্টের কাছেও বিচার দিলেন।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সামনে খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের একদফা দাবিতে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, প্রধানমন্ত্রী বিদেশিদের বলেন দেশে স্থিতিশীলতার কারণে উন্নয়ন সম্ভব হয়েছে। আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ কি দেশকে স্থিতিশীল রাখতো? বিএনপি দেশ ও জনগণের জন্য রাজনীতি করে। তাই ২০১৪ সালে প্রধানমন্ত্রী হয়েও খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দেন। অথচ, বর্তমান প্রধানমন্ত্রী বিনা ভোটে নির্বাচিত হয়েও ক্ষমতা আঁকড়ে ধরে আছেন। এখানে খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে পার্থক্য। এখানেই বিএনপি ও আওয়ামী লীগের তফাৎ।
তিনি বলেন, আজকে সরকার বিদেশের দ্বারস্থ হচ্ছে, কারণ জনগণ তাদের সাথে নেই। বিদেশিদের কাছে না গিয়ে জনগণের কাছে ক্ষমা চান। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। হয়তো জনগণ আপনাদের ক্ষমা করে দেবে।
এদিন বিকেল সাড়ে চারটায় নয়াপল্টন থেকে কালো পতাকা মিছিল শুরু হয় বিএনপির। এটি মতিঝিল, ইত্তেফাক, টিকাটুলি হয়ে দয়াগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০২৩
টিএ/এমজে