ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

দলের লোক দেবোত্তর সম্পত্তি খাবে বলব না, এটা হবে না: খোকন সাহা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
দলের লোক দেবোত্তর সম্পত্তি খাবে বলব না, এটা হবে না: খোকন সাহা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের আট থেকে নয় শতাংশ ভোট। আপনারা একটি এলাকার এমপি নির্বাচিত করতে পারবেন।

হিন্দুদের ভোট আওয়ামী লীগের জন্য রিজার্ভ, মুক্তিযুদ্ধের পক্ষের জন্য রিজার্ভ।  

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার দলের লোক দেবোত্তর সম্পত্তি খাবে আমি কথা বলব না এটা হবে না। আমি যতদিন বেঁচে থাকবো কাউকে এ সকল সম্পত্তি দখল করতে দেব না।

নারায়ণগঞ্জে কোনো দেবোত্তর সম্পত্তি এমনকি কোনো মসজিদের জায়গাও দখল করতে দেব না। আমি এমন একটি দখলদারের বিরুদ্ধে নামতে গিয়ে ঢাকা সাইবার আইনে মামলায় হাজিরা দিয়ে এসেছি। এমন মামলা অনেক খেয়েছি। নিজের দল থেকে করা হল একটা। আপনি এ দেশের নাগরিক, নিজেকে কখনো সংখ্যালঘু ভাববেন না। ।  

তিনি বলেন, অনেকে অনেক কথা বলেন। শেখ হাসিনা এ দেশের মানুষের একমাত্র অভিভাবক। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে সব এক হয়েছে। আজ আপনাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩ 
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।