ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির কালো পতাকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
বরিশালে বিএনপির কালো পতাকা মিছিল

বরিশাল: কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বরিশালে মহানগর বিএনপির আয়োজনে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অশ্বিনী কুমার হল চত্বর সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন।

মহানগর কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে কালো পতাকা মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, এখন আমাদের আর কোনো দাবি নেই। দাবি কেবল একটাই এ সরকারের পদত্যাগ। এরপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ভোটার বিহীন স্বৈরাচারী সরকারের লুটপাটে বাজারে প্রভাব পড়ায় জনতার এখন টিকে থাকাই দায় হয়েছে। তাই এ সরকার যত দ্রুতই বিদায় নেবে ততই দেশের জন্য মঙ্গল।  

বেলা সাড়ে ১১টায় কালো পতাকা মিছিল বের হয় নগরীতে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।