ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

হল থেকে বহিষ্কার শাবিপ্রবি ছাত্রলীগ নেতা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
হল থেকে বহিষ্কার শাবিপ্রবি ছাত্রলীগ নেতা

শাবিপ্রবি (সিলেট): শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হল থেকে বহিষ্কার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম সীমান্ত। তিনি ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ও শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ও ইংরেজি বিভাগের আবাসিক শিক্ষার্থী আজিজুল ইসলাম সীমান্তকে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হল থেকে বহিষ্কার করা হলো। সে অন্য কোনো হলেও প্রবেশ করতে পারবে না। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

এরআগে গত ১৬ আগস্ট মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক শিক্ষার্থীকে মারধর করে হল বের করে দেওয়ার অভিযোগ ওঠে আজিজুল ইসলাম সীমান্ত ও তার অনুসারীদের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।