ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ড. ইউনূসের নামে মামলা মামলা খেলা বন্ধ করুন: জাগপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
ড. ইউনূসের নামে মামলা মামলা খেলা বন্ধ করুন: জাগপা

ঢাকা: শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে জাতির একজন সূর্য সন্তান হিসেবে অভিহিত করে তার নামে মামলা দেওয়া বন্ধ করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান।  

শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন খন্দকার লুৎফর।

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ক্ষমতাসীনদের নোংরামি-চক্রান্তের প্রতিবাদে জাগপার উদ্যোগে এই সভা হয়।

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেন, শত বছর পরেও মানুষ ড. ইউনূসকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তবে তারা লজ্জিত হবে এই ভেবে যে, এমন একজন বরেণ্য মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম নিচ আচরণ করছে। এটি নোংরামির একটি উদাহরণ। এ ধরনের নোংরামি যারা করতে পারে- তাদেরকে কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না। ড. ইউনূসের বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। কারণ, কোনো প্রহসনের নির্বাচন এ দেশের জনগণ আর মেনে নেবে না। তাই সরকারকে অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ কোনো নীল নকশার ফাঁদে পা দিবে না।

জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন বলেন, জনবিচ্ছিন্ন হয়ে এই সরকার এখন বিরোধী দলের নেতাকর্মীদের দমন-পীড়ন, হামলা-মামলার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এভাবে ক্ষমতায় থাকা যাবে না। জনসম্পৃক্ত চলমান যুগপৎ আন্দোলনেই সরকারকে বিদায় নিতে হবে। আন্দোলনে দাবি আদায় করেই নেতাকর্মীরা ঘরে ফিরবে বলে দাবি করেন তিনি।

এতে আরও বক্তব্য দেন জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, নগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, জাগপা নেতা আবু রায়হান, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাগপা ছাত্রলীগ আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব ওসমান সেখ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।