ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

পাঁচ শতাধিক বাস-ট্রাকে নেতাকর্মী নিয়ে ঢাকায় শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
পাঁচ শতাধিক বাস-ট্রাকে নেতাকর্মী নিয়ে ঢাকায় শামীম ওসমান

নারায়ণগঞ্জ: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে ঢাকায় আওয়ামী লীগের সঙ্গে কর্মসূচিতে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ থেকে ৩০ হাজার নেতাকর্মী।

শনিবার (২ সেপ্টেম্বর) উদ্বোধন অনুষ্ঠান হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৩০ হাজার নেতাকর্মী পাঁচ শতাধিক বাস-ট্রাকে চড়ে ঢাকায় গিয়ে যোগ দেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু জানান, আমাদের নেতা শামীম ওসমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার নতুন ইতিহাসের সাক্ষী হতে আমরা নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় এসে দলের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়েছি। এ সরকার উন্নয়নের সরকার আর উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে জয়ী করতে আমরা শামীম সেনারা রাজপথে আছি।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।