ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদেশি নয়, জনগণের প্রেসক্রিপশনেই হবে জাতীয় নির্বাচন: বাবলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
বিদেশি নয়, জনগণের প্রেসক্রিপশনেই হবে জাতীয় নির্বাচন: বাবলা

ঢাকা: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক  বিদেশি বন্ধু নানা ধরনের প্রেসক্রিপশন দিচ্ছে। কিন্তু স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো বিদেশি বন্ধুর প্রেসক্রিপশনে নয়, দেশের সাধারণ জনগণের প্রেসক্রিপশনে হবে জাতীয় নির্বাচন।

 

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর থানার ৫৪ নম্বর ওয়ার্ডের বাগিচা এলাকায় জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন ও ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বাবলা বলেন, দেশ ও জনগণের স্বার্থে যেকোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সু-পরামর্শ আমরা অবশ্যই সাদরে গ্রহণ করতে পারি। কিন্তু সংবিধান পরিপন্থী কোনো আবদার নিশ্চয় বাঙালি জাতি গ্রহণ করতে পারে না।  

তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনীমুখী দল, পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আমরা ৩০০ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে দেশ ও জাতির স্বার্থে নির্বাচনে আগে জোট-মহাজোটও গঠন করেও নির্বাচনে অংশ নিতে হতে পারে।

তিনি আরও বলেন, আশির দশকে এমপি থাকা অবস্থায় এরশাদের সহযোগিতায় যেমন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছি, ঠিক তেমনি বিগত সাড়ে নয় বছরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় শ্যামপুর-কদমতলীতে ব্যাপক উন্নয়ন করেছি।

৫৪ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সাংবাদিক সুজন দে, শ্যামপুর থানা জাপার সাধারণ ইব্রাহীম মোল্লা, স্থানীয় জাপা নেতা মো. রনি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।