ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আইনজীবীদের পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
নারায়ণগঞ্জে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আইনজীবীদের পদযাত্রা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে লুণ্ঠিত ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের চাষাঢ়া এলাকা থেকে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট নারায়ণগঞ্জের ব্যানারে পদযাত্রা বের করেন আইনজীবীরা।

মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করে দুই নং রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

এতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।