ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার দিন শেষ: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
আ.লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার দিন শেষ: দুলু বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নওগাঁ: বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সেলফি তুলে লাভ হবে না, আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার দিন শেষ।  
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগামী ১৭ মার্চ ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজশাহী বিভাগীয় রোড মার্চ উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে না। আওয়ামী লীগ মুক্ত নির্বাচন হবে। নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ যত রকম ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন, বিএনপি তা প্রতিহত করবে।  

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক ছনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।