ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানালেন লিপি ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানালেন লিপি ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আহ্বান দেশ বাঁচাতে স্বাধীনতার পক্ষের শক্তির সমাবেশে আগত নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা ও অভিবাদন জানিয়েছেন শামীম ওসমান পত্নী সালমা ওসমান লিপি।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে শামীম ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকেই সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মীদের আলাদা আলাদা মিছিল আসতে শুরু করে। কেউ কেউ সাউন্ড সিস্টেমসহ নেচে গেয়ে আসেন সমাবেশে। সমাবেশে প্রধান অতিথি আসার আগেই শুরু থেকেই উপস্থিত হন লিপি ওসমান। সমাবেশস্থলের পাশেই নারায়ণগঞ্জ ক্লাবের তৃতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে সপরিবারে আগত নেতাকর্মীদের দেখছিলেন তিনি। এ সময় তাকে দেখে নেতাকর্মীরা নানা স্লোগান শুরু করলে তিনিও হাত নেড়ে সকলকে অভিবাদন জানান।

এ সময় শামীম ওসমান ও লিপি ওসমান ছেলে, মেয়ে, ছেলের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদেরও দেখা যায়।  

এদিকে এর আগে সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে আসেন একেএম শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান। তার মিছিলটি ছিল সমাবেশে আগত মিছিলগুলোর মধ্যে সবচেয়ে বড় মিছিল।  

নিজে নেতৃত্ব দিয়ে মিছিলসহ সমাবেশে এসে যোগ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।