ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দ্বিতীয় দিনের তারুণ্যের রোডমার্চ বগুড়া থেকে রাজশাহী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
দ্বিতীয় দিনের তারুণ্যের রোডমার্চ বগুড়া থেকে রাজশাহী

বগুড়া থেকে: সরকার পতনের এক দফা দাবিতে ভোটাধিকার বঞ্চিত তরুণদের উজ্জীবিত করতে তারুণ্যের সমাবেশের পর এবার তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

রোববার (১৭ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো বগুড়া শহর থেকে শুরু হয়ে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ কর্মসূচি পালন করেছে সংগঠনগুলো।

আগের দিন রংপুর শহর থেকে দিনাজপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

এ রোডমার্চ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর সিলেট, খুলনা, চট্টগ্রামে এ কর্মসূচি পালন করা হবে। চট্টগ্রামে আগামী ৩০ সেপ্টেম্বর তারুণ্যের রোডমার্চ  কর্মসূচি শেষ হবে।

এর আগে গত জুন ও জুলাইয়ে দেশের ছয়টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।