ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনার কেন্দুয়ায় আ.লীগের কর্মী সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
নেত্রকোনার কেন্দুয়ায় আ.লীগের কর্মী সমাবেশ

নেত্রকোনা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার ভোট সংগ্রহের লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় তৃণমূল আওয়ামী লীগের কর্মী সমাবেশ হয়েছে।  

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর বাজারের স্কুল মাঠে বলাই শিমুল ইউনিয়নের 
ওয়ার্ড আ.লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আব্দুল মতিন।

১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন খসরুর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য দেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় বলাই শিমুল ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী ও অসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।