ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনা জেলা যুবলীগের ৫ নেতাকে অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
খুলনা জেলা যুবলীগের ৫ নেতাকে অব্যাহতি

খুলনা: বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৫ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) তাদের এ অব্যাহতি দেওয়া হয়।

এসব নেতারা হলেন- রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সহ-সম্পাদক শেখ সাইফুল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন যুবলীগের সদস্য মো. ইউসুফ শেখ, কয়রা উপজেলা যুবলীগের সদস্য মাসুম বিল্লাহ ও ডুমুরিয়া উপজেলা যুবলীগের সদস্য শেখ আসাদুজ্জামান মিন্টু।  

নিজ নিজ দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ।  

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।