ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

রাজনীতি

তারা ভাবে, এটা তাদের জমিদারি: তাপসের বক্তব্যের জবাবে ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
তারা ভাবে, এটা তাদের জমিদারি: তাপসের বক্তব্যের জবাবে ফখরুল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমি সবসময় একটা কথা বলি, তাদের (আওয়ামী লীগ) কথাবার্তার মধ্যে সবসময় একটা সন্ত্রাসী ভাব থাকে।

তারা ভাবে, এটা (দেশ) তাদের জমিদারি। সেজন্যই কাউকে তারা ঢুকতে দেবে কি দেবে না, সে ধরনের কথা বলে।  

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেয়র তাপসের বক্তব্যকে গুরুত্ব দেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি এসব কথার কোনো গুরুত্ব দিই না। কে কী বলল না বলল, এতে বাংলাদেশের জনগণের কিছু যায় আসে না। বাংলাদেশের জনগণের এখন লক্ষ্য একটাই, তারা দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন চায়, যা নিরপেক্ষ সরকারের অধীনে হবে।  

তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনী সম্ভব না। আর বিষয়টা পরীক্ষিত। তাদের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং জনগণ যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, এতে কোনো সন্দেহ নেই।  

রাজধানীর বনশ্রীতে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বিএনপি মহাসচিব লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন। তাকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
ইএসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ