ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘উন্নয়নের নামে সরকার জনগণকে পানিতে ডুবিয়ে মারছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
‘উন্নয়নের নামে সরকার জনগণকে পানিতে ডুবিয়ে মারছে’ ছবি: বাংলানিউজ

ঢাকা: উন্নয়নের নামে সরকার জনগণকে পানিতে চুবিয়ে মারছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উত্তর বাড্ডা ওভারব্রিজ সংলগ্ন ফলের দোকানের পশ্চিম পাশে ‘সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের একদফা দাবিতে’ আয়োজিত সমাবেশ ও পদযাত্রায় তিনি এ কথা বলেন।

সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদের একাংশ।  

রাশেদ খান বলেন, গতকাল মিরপুরে এক ব্যক্তি পানির মধ্য থেকে একটা শিশুকে তুলে এনেছে, এই হচ্ছে আমাদের জীবনের নিরাপত্তা। উন্নয়নের নামে এই সরকার আজকে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারছে। এই সরকারের নৌকা পানিতে আর আমরা ভাসতে দেব না। এই নৌকা আমাদেরকে ডুবাতে হবে।

তিনি বলেন, সরকার দেশে কোনো উন্নয়ন করে নাই, উন্নয়নের নামে বিদেশ থেকে ঋণ করেছে। সরকার ঋণ করে করে আমাদের ঘি খাইয়েছে। এই ঋণ পরিশোধ করতে হবে আমাদেরই।

তিনি আরও বলেন, সরকার বলছে, আমাদের নাকি অনেক উন্নয়ন হয়েছে। আমরা নাকি এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলসহ বিভিন্ন কিছু করেছি। অথচ ঢাকা শহরে কি একটু জ্যাম কমেছে? রাস্তাঘাটে কোথাও এক ইঞ্চি জায়গা খালি নাই। সর্বত্র জ্যাম! 

ক্ষমতা থেকে এই সরকারকে যদি না সরানো হয় তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যে নাভিশ্বাস উঠেছে তা বন্ধ হবে না মন্তব্য করে রাশেদ খান বলেন, আজকে বাজারে আগুন লেগেছে! প্রতিটা জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। আজকে চালের কেজি ৭০ টাকা, প্রতিটা সবজির দাম ৮০ থেকে ১৫০ টাকার ওপরে। আজকে মাছের ধারে কাছে যাওয়া যায় না। মাংসের ধারে কাছে যাওয়া যায় না। সাধারণ জনগণের আজকে নাভিশ্বাস উঠেছে। তাই এই ভোট চোর সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। এ সরকারকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন বন্ধ করব না।  

সরকার পতনের আন্দোলনে তরুণদের ভূমিকা নেই উল্লেখ করে তরুণদের উদ্দেশ্য রাশেদ খান বলেন, তরুণদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা রাজপথে নামুন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আফসোস করে বলেছিলেন, এই তরুণ সমাজ রাজপথে নামছে না। আমাদেরও একই কথা। আমরা যে সময় কোটা সংস্কার আন্দোলন করেছিলাম তখন হাজারো তরুণ রাজপথে নেমে এসেছিল। কিন্তু যখন আমরা ভাত এবং ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি তখন তরুণরা রাজপথে নামছে না। তারা চাকরি এবং পড়ার টেবিলে বসে গিয়েছে। এদেশে যদি আপনার জীবনের নিরাপত্তা না থাকে তাহলে চাকরি দিয়ে কি করবেন? 

সমাবেশে থেকে গণঅধিকার পরিষদের নেতারা, গত রাতে মিরপুরে বৃষ্টির কারণে সৃষ্টি জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃট হয়ে চারজন নিহতের ঘটনায় সরকারকে দোষী করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।  

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা একটি পদযাত্রা করেন। পদযাত্রাটি উত্তর বাড্ডা ওভারব্রিজ সংলগ্ন ফলের দোকানের পশ্চিম পাশ থেকে শুরু করে রামপুরা ব্রিজে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

এ সময় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতারা এবং ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।