ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা দক্ষিণের তিন থানায় যুবদলের নতুন কমিটি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
ঢাকা দক্ষিণের তিন থানায় যুবদলের নতুন কমিটি 

ঢাকা: জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অধীন শাহজাহানপুর, নিউমার্কেট ও কদমতলী থানায় আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শাহজাহানপুর থানা: আহ্বায়ক- হুমায়ুন কবির নাহিদ ও সদস্য সচিব: সাঈদুর রহমান রিপন।

নিউ মার্কেট থানা: আহ্বায়ক- মিজান বেপারী, সদস্য সচিব : শাহজালাল খান চঞ্চল এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক : গাজী মো. মনিরুজ্জামান মনির। কদমতলী থানা: আহ্বায়ক- মো. আলমগীর হোসেন, সদস্য সচিব : জাহাঙ্গীর আলম টুটুল এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক : শফিকুর রহমান দারা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এসব কমিটি অনুমোদন দিয়েছেন।

শুক্রবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে থানা নেতাদের মহানগর দক্ষিণ যুবদল কমিটির সঙ্গে আলোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।