ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ফেনী: কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও দলীয় আমিরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৪ সেপ্টেম্বর) বাদ জোহর শহরের বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, শহর আমির মোহাম্মদ ইলিয়াসসহ জেলা শহর ও সদর উপজেলার নেতারা।

এ সময় কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বর্তমান সরকারকে পদত্যাগের ও দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

ফেনী জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি ট্রাংক রোড হয়ে শহরের খাজা আহম্মদ সড়ক দিয়ে ভেতরের বাজারে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।