ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

রাজনীতি

ঝিনাইদহ-খুলনা পর্যন্ত বিএনপির রোডমার্চ আজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ঝিনাইদহ-খুলনা পর্যন্ত বিএনপির রোডমার্চ আজ

ঝিনাইদহ থেকে: অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে বিএনপি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঝিনাইদহ-খুলনা পর্যন্ত রোডমার্চ আজ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ থেকে মাগুরা-যশোর হয়ে খুলনার উদ্দেশে খুলনা বিভাগীয় রোডমার্চ যাত্রা করবে।

ঝিনাইদহে রোডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করার মধ্য দিয়ে শুরু করে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। এর মধ্যে মাগুরা সদর, শালিকার আড়পাড়া, বাঘারপাড়ার ভাটা রামতলা, যশোরের মূড়ালী মোড়/রাজার হাট এবং অভয় নগরের নোয়াপাড়াসহ আরও কয়েকটি পথসভা শেষে খুলনায় গিয়ে রোডমার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

খুলনা বিভাগীয় রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।