ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

জনগণ জেগে উঠলে রেহাই পাবেন না: দুদু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
জনগণ জেগে উঠলে রেহাই পাবেন না: দুদু

ঝিনাইদহ থেকে: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকার যতক্ষণ পর্যন্ত পরাজিত না হয় ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে আয়োজিত খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই সরকারের লোক যদি খুন-দুর্নীতি করে তবুও আদালতে গিয়ে জামিন পান। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী যিনি কখনোই নির্বাচনে হারেননি, তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এমনকি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না।

এসময় সরকারকে হুঁশিয়ারি করে তিনি বলেন, এখনও সময় আছে পদত্যাগ করে নির্দলীয় সরকারের দাবি মেনে নিন, অন্যথায় বাংলাদেশের জনগণ যদি একবার জেগে ওঠে তাহলে আপনারা রেহাই পাবেন না।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
টিএ/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।