ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

টিটু-শান্তর নেতৃত্বে ময়মনসিংহ মহানগর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
টিটু-শান্তর নেতৃত্বে ময়মনসিংহ মহানগর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুকে সভাপতি এবং প্রয়াত ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মোহিত উর রহমান শান্তকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের ১১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি করে ৩৯ জনকে সম্পাদকমণ্ডলীতে স্থান দেওয়া হয়।

সেই সঙ্গে উপদেষ্টা পরিষদে আরও ৩৬ জনকে সদস্য নির্বাচিত করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ কমিটির অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন শেষে সিটি মেয়র ইকরামুল হক টিটুকে সভাপতি এবং মোহিত রহমান শান্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।