ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমিনবাজারে বিএনপির সমাবেশে হাজারো নেতাকর্মীর ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
আমিনবাজারে বিএনপির সমাবেশে হাজারো নেতাকর্মীর ভিড় সমাবেশে নেতাকর্মীরা।

সাভার, (ঢাকা): রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে সরকার পতনের এক দফা দাবিতে পূর্বঘোষিত বিএনপির সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। ইতোমধ্যে হাজারো নেতাকর্মী ভিড় লক্ষ করা গেছে।

 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় শুরু হতে যাওয়া সমাবেশের নির্ধারিত স্থান আমিনবাজার মিরপুর মফিদই আম কলেজের নতুন ভবনের মাঠে হাজারো নেতাকর্মী উপস্থিত হয়েছেন। মাথায় নিজ নিজ নেতার টুপি, হাতে প্ল্যাকার্ড নিয়ে তপ্ত রোদে দাঁড়িয়ে রয়েছেন নেতাকর্মীরা।  

ঢাকা জেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বেগম সেলিমা রহমান।  

সমাবেশস্থলে ইতোমধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায়, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩ 
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।