ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সোনারগাঁয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
সোনারগাঁয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জন্মদিন উদযাপন করা হয়।

 

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা আ. লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান, আল আমিন সরকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ আহমেদ, ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর।

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।