ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির শ্রমিক কনভেনশন আজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
বিএনপির শ্রমিক কনভেনশন আজ

ঢাকা: সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে শ্রমিক-কর্মচারী কনভেনশন করবে বিএনপি।

মতিঝিল আইডিয়াল স্কুল ও টিএন্ডটি স্কুল সামনের রাস্তায় এ কনভেনশন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দেবেন বিএনপি সিনিয়র নেতা ও জাতীয় শ্রমিক নেতারা।

সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কনভেনশনস্থলে চলছে মঞ্চ তৈরির কাজ। এছাড়া সমাবেশস্থলের আশপাশে খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন ধরনের ফেস্টুন-প্ল্যাকার্ড টানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।