ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘তলে তলে’ বলেছি, কারণ পাবলিক খায়: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
‘তলে তলে’ বলেছি, কারণ পাবলিক খায়: কাদের

ঢাকা: ‘তলে তলে আপস হয়ে গেছে’- এমন বক্তব্য দিয়ে আলোচনায় থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, ওই কথা বলে তিনি ভুল কিছু করেননি।

‘পাবলিক খায়’ বলেই বক্তব্যের সময় তিনি ‘তলে তলে’, ‘খেলা হবে’ এমন শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেন।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

‘তলে তলে আপস হয়ে গেছে’ এমন বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে, সে বিষয়ে এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে বলে আমি যা বলেছি, তা তো ভুল বলিনি।  

তিনি বলেন, আমাদের দেশে গুজব এবং অপপ্রচারের জন্য বিষয়টি এমন দাঁড়িয়েছে যে আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক অবনতির দিকে। আমাদের সম্পর্ক খারাপ। এ ধরনের একটি গুজব এবং অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়েছে। সম্পর্ক খারাপের বিষয়টি আমাদের দেশে সার্বিক অবস্থা রাজনীতিতে এ মূহূর্তে কাম্য নয়। আমি কথাটা যা বলেছি সেটি কি আপনারা অনুধাবন করছেন না? 

ওবায়দুল কাদের বলেন, জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা যে সেলফি তুলেছেন, তখনও তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। তখনও তো কিছু কথা হয়েছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়াতেও আসেনি। সুতরাং তলে তলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বোঝাতে চেয়েছি।  

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে আপনারা সম্পর্ক ভালো রাখছেন, এমনটা বলছেন। সেক্ষেত্রে চীনের সঙ্গে আপনারা কি দূরত্ব বজায় রাখছেন- এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, না তো। আমাদের সঙ্গে দূরত্ব তো নেই। আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের একটা ভূমিকা আছে। সেটা কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। তাদের সাহায্য আমরা নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
জিসিজি/নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।