ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘আমেরিকার অনেকে দুই বেলা ভাত পায় না, শুধু আমাদের ওপর খবরদারি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
‘আমেরিকার অনেকে দুই বেলা ভাত পায় না, শুধু আমাদের ওপর খবরদারি’

নোয়াখালী: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী আমেরিকার সমালোচনা করে বলেছেন, ‘আমেরিকার অনেক মানুষ আছে, যারা দুই বেলা খেতে পারে না। এগুলো আপনাদের নলেজে আনা উচিত।

শুধু আমাদের ওপর খবরদারি! আমরা ছোট্ট একটি দেশ, পড়ে আছি একটা সাইডে। আমাদের নেত্রী চেষ্টা করছেন, ওয়ান বাই ওয়ান এ দেশটার উন্নতি করতে। ’

রোববার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এমপি একরাম বলেন, ‘প্রতিদিন আমেরিকায় দুই থেকে আড়াই লাখ লোক ফুটপাতে ঘুমায়। কিন্তু ওরা খবরদারি করার জন্য আমাদের সঙ্গে বড়লোকি দেখাতে পারে। ওই দেশের দুই লাখ লোক প্রতিদিন ফুটপাতে ঘুমায়, ভাঙা গাড়ির মধ্যে ঘুমায় এবং কিছু না পেলে ফুটপাতের মধ্যে কাত হয়ে ঘুমায়। ’
 
তিনি আরও বলেন, ‘আপনাদের দুই বেলা না খেয়ে থাকতে হয় না। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্যের জন্য হাহাকার, জিনিসপত্রের জন্য হাহাকার। আমাদের মতো লোক প্রতিদিন প্রচুর টাকা মানুষকে বিলি করতাম। এখন অতটুকু পারি না। ’ 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লার আনসার ও ভিডিপির পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে জেলা সমাবেশে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, র‍্যাব-১১-এর সিপিসি-৩-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমানসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।