ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জেলগেটে গ্রেপ্তার গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিরণ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
জেলগেটে গ্রেপ্তার গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিরণ  

ময়মনসিংহ: বিস্ফোরক মামলায় ১০ দিন জেলবাসের পর জামিন পেয়ে ফের জেলগেটে গ্রেপ্তার হয়েছেন জেলার গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের গেটে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির এ নেতা গ্রেপ্তার হন।

 

এর আগে বিগত পহেলা অক্টোবর রাতে কোতোয়ালি মডেল থানার একটি বিস্ফোরক মামলায় আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রেপ্তার হন।  
 
জেলা আইনজীবী সমিতির সদস্য ও হিরণের ছোট ভাই অ্যাডভোকেট মো. কামরুল হাসান কিরণ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আদালত বিস্ফোরক মামলার শুনানি শেষে আসামির জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বিকেলে জেলগেটে গৌরীপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানো হয়) করা হয়েছে।

এদিকে হিরণসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এক বিবৃতিতে তিনি বলেন, গ্রেপ্তার ও দমন-পীড়ন করে বিএনপির এক দফার আন্দোলন বন্ধ করা যাবে না। অবিলম্বে নেতৃবৃন্দদের মুক্তি দাবি করছি।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।