ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শুরু

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শুরু হয়েছে। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এ সভা শুরু হয়।

আওয়ামী লীগের সভাপতি, সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করছেন। একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের এটি অষ্টম ও শেষ সভা।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদীয় দলের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এ সভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের এমপিদের নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘন্টা, অক্টোবর ২২, ২০২৩
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।